E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দশম-দ্বাদশ শ্রেণির জন্য খুলল দিল্লির স্কুল

২০২১ জানুয়ারি ১৮ ১৭:৩০:৫৩
দশম-দ্বাদশ শ্রেণির জন্য খুলল দিল্লির স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে বন্ধ থাকার প্রায় দশ মাস পর দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে সব শ্রেণির জন্য নয়, শুধু দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। খবর এনডিটিভির।

আগামী মার্চ-এপ্রিলে বোর্ড পরীক্ষার জন্য ব্যবহারিক ক্লাসসহ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতেই দিল্লির সরকার এভাবে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে স্কুলে আসার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে মা-বাবার অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও।

অন্যদিকে স্কুলগেুলোকে করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ও গবেষণাগারে শারিরীক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। শিক্ষর্থীদের যথাযথ মানসিক সহায়তা দেওয়ার জন্যও শিক্ষকদের প্রতি নিদের্শনা দেওয়া হয়েছে।

তবে করোনার মধ্যেই এভাবে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ভারতের রাজস্থানেও সোমবার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test