E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনের দরজা খুলল

২০২১ ফেব্রুয়ারি ২৬ ১২:১১:০১
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনের দরজা খুলল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের স্থায়ী বসবাসের জন্য ডোনাল্ড ট্রাম্পে যে জটিলতা সৃষ্টি করেছিলেন তা কেটে গেছে। ফলে এখন থেকে দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবারও আবেদন করতে পারবেন অভিবাসীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক ঘোষণায় গ্রিন কার্ড বিষয়ে জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, ‘বৈধ অভিবাসীদের জন্য দরজা বন্ধ করে দেয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সুবিধাজনক নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র।’

ট্রাম্পে যে যুক্তিতে অভিবাসীদের জন্য এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের থাকা পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি করেছে।’

উল্লেখ্য, গত বছর বিদেশিদের গ্রিন কার্ড দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। করোনা মহামারির অজুহাতে তিনি এই নিষেধাজ্ঞা দেন।

তখন তার যুক্তি ছিল, করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়ছে। এজন্য আগে মার্কিনীদের রক্ষা করা প্রয়োজন। তাই তিনি গ্রিন কার্ডে নিষেধাজ্ঞা দেন।

সবশেষ ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীরা এখন থেকে গ্রিন কার্ড সংগ্রহ করে দেশটিতে বসবাস করতে পারবেন। দ্যা গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test