E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৭ পুলিশ নিহত

২০২১ মে ০৯ ১৫:১৮:২০
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার রিভার্স প্রদেশে শুক্রবার বন্দুকধারীদের গুলিতে অন্তত সাত জন পুলিশসদস্য নিহত হয়েছেন। বন্দুকধারীরা একটি চেকপয়েন্টে গুলি চালায়, এরপর দুটি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদের হত্যা করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসির।

সংঘর্ষের সময় পুলিশ দুজন হামলাকারীকে হত্যা করেছে। পালিয়ে যাওয়া বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এই হামলার পেছনে কারা দায়ী তা এখনও পরিষ্কার নয়। তবে এই অঞ্চলে এর আগে বিচ্ছিন্নতাবাদীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।

পুলিশের মুখপাত্র নামদি ওমোনি বলেন, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে চোবা সেতুর কাছে বন্দুকধারীরা একটি টয়োটা মাইক্রোবাস ড্রাইভ করে আকস্মিক হামলা চালায়।

চেকপয়েন্টে দুজন পুলিশ সদস্যকে হত্যার পর তারা রুমুজি পুলিশ স্টেশনে গিয়ে আরও দুজন পুলিশকে হত্যা করে ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তখন পালটা গুলি ছুড়লে দুজন হামলাকারী নিহত হয়।
বাকি বন্দুকধারীরা তখন এলিমবু পুলিশ স্টেশনে গিয়ে আরও তিনজন পুলিশসদস্যকে হত্যা করে।

এই অঞ্চলে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছে। সেখানে বর্তমানে রাত্রীকালীন কারফিউ চলছে।

রিভার্স প্রদেশের কাছাকাছি আনামব্রা প্রদেশে বৃহস্পতিবার বন্দুকধারীরা একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে দুজন পুলিশ সদস্যকে হত্যা করেছে।

কর্তৃপক্ষ এসব হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আইপব) দায়ী করে। এই সংগঠনটি নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের স্বাধীনতা দাবি করে আসছে। এখানকার সংখ্যাগুরু জাতিগত সম্প্রদায়ের হলো ইগবো।

নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীও বেশ তৎপর। দেশটিতে গত পাঁচ মাসে ৭০০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে জঙ্গিরা।

(ওএস/এসপি/মে ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test