E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

গাজা ইস্যুতে কাতার, মিসর ও সৌদির সঙ্গে ব্লিনকেনের ফোনালাপ

২০২১ মে ১৭ ১৩:৩০:১৮
গাজা ইস্যুতে কাতার, মিসর ও সৌদির সঙ্গে ব্লিনকেনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীর, গাজা এবং ইসরায়েলে চলমান হামলার বিষয়ে কাতার, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

রবিবার (১৭ মে) মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘ইসরায়েল এবং পশ্চিম তীর ও গাজায় শান্তি ফিরিয়ে এনে জনজীবনের করুণ ক্ষয়ক্ষতি নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে আলোচনা করেছেন ব্লিনকেন।’

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি আল-আকসা মসজিদে প্রার্থনারতদের ওপর হামলার বিষয়ে কথা বলেছেন তারা।’

সেখানে আরও বলা হয়, গাজা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এদিকে, চলমান হামলা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন একাধিক মার্কিন সিনেটর। এক্ষেত্রে জনজীবনের অপরিসীম ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যত হামলার প্রেক্ষাপট যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর টড ইয়ং।

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একই ধরনের কথা বলেছেন আরও ২৫ জন ডেমোক্রেটিক এবং দুজন স্বতন্ত্র সিনেটর।

এদিকে, মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ব্লিনকেন বিবাদমান পক্ষগুলোকে চলমান এই সঙ্কট এবং ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

আর সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসপিএ রোববার জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে ফিলিস্তিন এবং সংশ্লিষ্ট এলাকায় বিরাজমান সঙ্কট সমাধানে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে কথাবার্তা বলেছেন তারা।

(ওএস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test