E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করল ইরান

২০২১ আগস্ট ০১ ১৩:৩৬:১৬
পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বৃহস্পতিবার এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন।

সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরানের ব্যয় হয়েছে ১৬ কোটি ডলার।

দীর্ঘ সুড়ঙ্গ পথটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করার জন্য এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে।

তেহরান-শোমাল হাইওয়েতে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সাড়ে ছয় কিলোমিটারের এই সুড়ঙ্গ পথ।

প্রেসিডেন্ট রুহানি এই সুড়ঙ্গ পথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেন। আগামী ৫ আগস্ট প্রেসিডেন্ট রুহানির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হবে। খবর ইরনার।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test