E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

হেরাত-কান্দাহারসহ ৩ গুরুত্বপূর্ণ শহরে তালেবানের শক্ত অবস্থান

২০২১ আগস্ট ০১ ১৫:০৬:৫৫
হেরাত-কান্দাহারসহ ৩ গুরুত্বপূর্ণ শহরে তালেবানের শক্ত অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এই তিন শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনো মুহূর্তে শহরটির পতন ঘটতে পারে। এরই মধ্যে কান্দাহারের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২০ বছরের মধ্যে সেখানে এমন যুদ্ধাবস্থা দেখা যায়নি। ঘণ্টায় ঘণ্টায় সেখানকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হেরাতেও তীব্র লড়াই চলছে বলে স্থানীয় তোলো নিউজের প্রতিবেদক জানিয়েছেন। তালেবান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে তিনি। শহরটির অন্তত পাঁচটি পৃথক স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহের কেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছে বলে বিবিসি জানিয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের রাতব্যাপী লড়াই চলেছে বলে জানা গেছে। শহরের নিয়ন্ত্রণ অবশ্য এখনো সরকারি বাহিনীর হাতেই রয়েছে।

তীব্র লড়াইয়ে তালেবোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক আফগান কমান্ডার জানিয়েছে।

তীব্র লড়াইয়ে তালেবোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক আফগান কমান্ডার জানিয়েছে।

সরকারি বাহিনীর সাথে লড়াই শুরুর আগে শুক্রবার তালেবার গর্ভনরের কার্যালয় প্রায় দখল করে নিচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখলে নিয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ সেপ্টেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test