E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

২০১৪ সেপ্টেম্বর ১০ ০৮:৪১:২৬
ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : ফিনিশ পররাষ্ট্র মন্ত্রী মি. এরক্কি তুয়মিয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দেশটির রাজধানী হেলসিঙ্কিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রসঙ্গ স্থান পায়। ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সামনে একতরফা নির্বাচন, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়সহ বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

মি. এরক্কি তুয়মিয় ধৈর্য সহকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুনেন এবং বলেন, ফিনল্যান্ড তথা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ওপর সার্বক্ষণিক নজর রাখছে। এছাড়া বাংলাদেশের বর্তমান অবস্থায়ও কম বেশি জানেন বলে উল্লেখ্য করেন তিনি।

৩০ মিনিটের স্থায়ী এই বৈঠক শেষে প্রবাস বিএনপি নেতারা বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও পুলিশী নির্যাতনের বিভিন্ন ছবিসহ একটি পান্ডুলিপি পররাষ্ট্রমন্ত্রী মি. তুয়মিয়র নিকট প্রদান করেন।

৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন ফিনল্যান্ড বিএনপির মোকলেসুর রহমান চপল, জামান সরকার, মবিন মোহাম্মদ,এজাজুল হক ভূঁইয়া রুবেল ও মোস্তাক সরকার।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test