E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোমা হামলায় সিরিয়ার বিদ্রোহী ৪৫ নেতা নিহত

২০১৪ সেপ্টেম্বর ১০ ১০:০৯:৩০
বোমা হামলায় সিরিয়ার বিদ্রোহী ৪৫ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের বৈঠকে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে বিদ্রোহীদের অন্তত ৪৫ জন নেতা।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বোমা হামলায় নিহত সবাই একই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ৪৫ জনই আহরার আশ-শাম নামে একটি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা। সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান জানিয়েছেন, ইদলিব প্রদেশে মঙ্গলবার রাতে বৈঠকের সময় সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং বিদ্রোহী নেতারা নিহত হন। একসঙ্গে বিদ্রোহী এত নেতার মৃত্যু সরকারি বাহিনীর জন্য বড় ধরনের অগ্রগতি বলে বিবেচিত হবে।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়া রাজনৈতিক সংকটের কবলে পড়ে। পরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সহিংসতার কারণে সে সংকট সামরিক সংঘাতে রূপ নেয়। এতে এ পর্যন্ত দেশটিতে প্রায় দুই লাখ মানুষ মারা গেছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test