E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজা পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ অক্টোবর

২০১৪ সেপ্টেম্বর ১০ ১০:১১:৪৪
গাজা পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে মিশর। ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর রাজধানী কায়রোয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে এবং মিশরের মধ্যস্থতায় গত ২৬ আগস্ট ইসরাইল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তাতে গাজা পুনর্গঠনের জন্য এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা বলা হয়েছিল।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্জে ব্রেন্ডের সঙ্গে এক বৈঠকের পর মঙ্গলবার সম্মেলনের তারিখ ঘোষণা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি।

এর আগে একইদিন জাতিসংঘ ও ফিলিস্তিন সরকার গাজার লাখ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ধনী দেশগুলোর কাছে ৫৫ কোটি ডলার আর্থিক সহায়তায় চেয়েছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test