E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএসের বিরুদ্ধে লড়তে অনুমোদন লাগে না: ওবামা

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৪:৪১:৫৩
আইএসের বিরুদ্ধে লড়তে অনুমোদন লাগে না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করার কর্তৃত্ব আছে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন কংগ্রেসের নেতাদের এ কথা বলেছেন তিনি।

আজ স্থানীয় সময় রাত নয়টায় হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভাষণ দিয়ে আইএসকে মোকাবিলা পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গতকাল হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস নেতাদের সঙ্গে আইএসবিরোধী কৌশল নিয়ে আলোচনা করেন ওবামা।

আলোচনায় অংশ নেন মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড ও ন্যান্সি পেলোসি । রিপাবলিকান দলের পক্ষে ছিলেন মিচ ম্যাককনেল ও জন বোয়েনার ।

ওবামার সহযোগীরা বলছেন, আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি নতুন করে কংগ্রেসের কাছে অনুমোদন চাইবেন না।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test