E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১০ বছরের পুরনো দৈনিক বন্ধ হচ্ছে

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৩:০৭:৩৪
১১০ বছরের পুরনো দৈনিক বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : কাগজের অভাব ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে ভেনিজুয়েলার ১১০ বছরের পুরনো দৈনিক পত্রিকা আল ইম্পালসো। অর্থনৈতিক সংকটের কারণে সম্প্রতি দেশটির অনেক ম্যাগাজিন বন্ধ হয়েছে। বড় দৈনিক পত্রিকাগুলো তাদের পাতার সংখ্যা কমাতেও বাধ্য হয়েছে।

আল ইম্পালসো কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞাপন কমে যাওয়া, মুদ্রাস্ফীতি এবং মৌলিক উপাদানের অভাবের কারণে পত্রিকা প্রকাশ বন্ধ করা হচ্ছে। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হচ্ছে। ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর বারকুইসিমেটো থেকে ১১০ বছর ধরে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছিল।

প্রসঙ্গত, ভেনিজুয়েলায় কঠোর মুদ্রানীতির কারণে আমদানি অনেক কমে গেছে। ফলে কমে গেছে কাগজের আমদানি। এ ছাড়া রয়েছে অর্থনৈতিক সংকটও। এতে গণমাধ্যমসহ কোনো ব্যবসার অবস্থাই ভালো যাচ্ছে না। এ সব কারণে সম্প্রতি বেশ কিছু ছোট পত্রিকা তাদের প্রকাশনা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বড় পত্রিকাগুলো তাদের কলেবর কমিয়ে আনতে বাধ্য হয়েছে।

সরকারের সমালোচক তথা বিরোধীরা বলছেন, সমাজতান্ত্রিক সরকারের নীতির কারণেই দেশের গণমাধ্যম সংকটে পড়েছে। তবে এ ব্যাপারে সরকার সমর্থকরা বলছেন, ঐতিহাসিকভাবেই গণমাধ্যম সব সময় বিরোধীদের পক্ষে কাজ করেছে। এ প্রসঙ্গে তারা ২০০২ সালের সেনা অভ্যুত্থানের কথা উল্লেখ করেন। ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরুদ্ধে ওই সেনা অভ্যুত্থান হয়েছিল। সূত্র : দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test