E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক বছরে সৌদির শ্রমবাজারে বিদেশি কমেছে পৌনে ৬ লাখ

২০২১ সেপ্টেম্বর ২৪ ১৬:০১:০৬
এক বছরে সৌদির শ্রমবাজারে বিদেশি কমেছে পৌনে ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সরকারি-বেসরকারি খাতে বিদেশি কর্মীর সংখ্যা কমে গেছে ৫ লাখ ৭১ হাজার জন বা ৮ দশমিক ৫২ শতাংশ। দেশটিতে ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে চাকরি হারিয়েছেন এই বিপুল সংখ্যক বিদেশি কর্মী।

সৌদি আরবের পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিলেন ৬৭ লাখ। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৬১ লাখে।

ওই একই সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, ২০২০ সালের জুনে এ ধরনের ৮৭ লাখ কর্মী থাকলেও এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮২ লাখে।

এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজারে। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ১৯ লাখ ৪০ হাজার।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদির সামাজিক বিমা গ্রহণকারী বিদেশির সংখ্যা কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার ৭৪৫ জন। সেই তুলনায় সৌদি গ্রাহক কমার সংখ্যা ৬২ হাজার ৫৮৩ জন বা ২ দশমিক ৩৪ শতাংশ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির শ্রমবাজারে নতুন করে প্রবেশ করেছেন ১ লাখ ২৩ হাজার ৯৫১ জন সৌদি নাগরিক। অর্থাৎ, গত বছরের তুলনায় তা একলাফে ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গালফ নিউজ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test