E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেইজিং ও মস্কোর পরস্পরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত: জিনপিং

২০১৪ সেপ্টেম্বর ১২ ১৪:৩১:১৯
বেইজিং ও মস্কোর পরস্পরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত: জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাইরের চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিং ও মস্কোর উচিত পরস্পরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়া।

তাজিকিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া এ খবর দিয়েছে।

ছয় দেশকে নিয়ে গঠিত জোট সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের আগে তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে বৈঠক করেন এই দুই নেতা। চলতি বছরে এ নিয়ে চতুর্থ দফা বৈঠকে মিলিত হলেন তারা।

বৈঠকে চীন-রাশিয়া পারস্পরিক সমর্থন ও সহায়তা আরো জোরদার করার আহ্বান জানান প্রেসিডেন্ট শি ।

তিনি বলেন, একমাত্র এর মাধ্যমেই দু'দেশ যৌথভাবে বাইরের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।

ইউক্রেন সংকটের অজুহাতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে তখন এ আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট।

আরে আগে, সম্প্রতি চীন ও রাশিয়া ৪০০ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি সই করেছে এবং এশিয়ার অন্যতম বৃহত্তম সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test