E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ায় সেনাবিাহিনীর সাথে লড়াইয়ে ১০০ জঙ্গি নিহত

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১১:৪৭:২১
নাইজেরিয়ায় সেনাবিাহিনীর সাথে লড়াইয়ে ১০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সেনাবাহিনীর সাথে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের তুমুল লড়াই হয়েছে। এতে অন্ততপক্ষে ১০০ জন জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার সেনাবাহিনীর এক অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

নাইজেরিয়ান বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে কন্দুগা শহরের নিয়ন্ত্রণ নিতে আকাশ ও স্থলপথে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বোকো হারামের প্রায় ২শ’ বিদ্রোহীর সঙ্গে তাদের লড়াই হয়।

লড়াইয়ে নিহত হওয়ার পাশাপাশি বহুসংখ্যক বিদ্রোহী আহতও হয়েছেন বলে দেশটির সেনা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিমান বাহিনী বিমান ও হেলিকপ্টার দিয়ে দখলদারদের ওপর হামলা চালায়। এ সময় স্থলবাহিনী পলায়নরত কিছু বিদ্রোহীকে আটক করে। এই অভিযানে খুব কম সংখ্যক বিদ্রোহী-জঙ্গিই ময়দান ছেড়ে একটি মাত্র ট্রাকে করে পালাতে সক্ষম হয়েছেন।

উল্রেখযোগ্য সংখ্যক অস্ত্র, ট্রাকের ওপর স্থাপিত বিমানবিধ্বংসী আগ্নেয়াস্ত্র এবং রকেট প্রপেলড গ্রেনেডও উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী।

সেনা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের বহনকারী একটি গাড়িসহ বিদ্রোহীদের বেশ কয়েকটি গাড়ি ও মটরসাইকেলও জব্দ করেছে।

অগাস্টে বর্নো প্রদেশের একটি অংশে খিলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় বোকো হারাম। আফ্রিকার সবচে জনবহুল দেশটিকে এই বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠীটি ইসলামি শরিয়া আইন চালুর চেষ্টা চালাচ্ছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test