E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে জিয়ার নামে রাস্তা উদ্বোধন

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১৬:৫৮:২২
যুক্তরাষ্ট্রে জিয়ার নামে রাস্তা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে রাস্তার উদ্বোধন করা হয়েছে। ইলনয় স্টেটের শিকাগো শহরে স্থানীয় সময় রবিবার বিকেলে ‘জিয়াউর রহমান ওয়ে’ উদ্বোধন করা হয়।

এর প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ ও রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া শিকাগো সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা করায় এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অন্যদিকে রাস্তা উদ্বোধনের পর আনন্দ অনুষ্ঠান করেন বিএনপির নেতাকর্মীরা।

সিটির ৬৮০০ নর্থ ক্লার্কের ওয়েস্ট প্রাট ব্লুভারের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ৬৭৫০ নর্থ ক্লার্কের পশ্চিম কলম্বিয়ার উত্তর-পশ্চিম প্রান্তকে ‘জিয়াউর রহমান ওয়ে’ সড়কের উদ্বোধন করেন সিটির অলডারমেন জোসেফ ম্যুর। ইলনয়ের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইটের অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের পর শিকাগো শহরের নর্থ শোর ব্যাংকুয়েট হলে বিএনপি এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন শিকাগো সিটির অলডারমেন জোসেফ ম্যুর, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, শরাফত হোসাইন বাবু, বাবর উদ্দিন, জাকির হোসেন হাওলাদার, শাহ মোসাদ্দেক মিন্টু, একে আজাদ, মো. আবদুল বাসিত, জসীম উদ্দিন ভূঁইয়া, কাজী আজম, আতিকুল হক আহাদ, হেলাল উদ্দিন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, গিয়াস উদ্দিন, জাকির এইচ চৌধুরী, আবু সাইদ আহমেদ, এবাদ চৌধুরী, রেজাউল আজাদ, আবদুস সবুর, ওয়াহেদ আলী মন্ডল, শেখ হায়দার আলী, শাহাদত হোসাইন রাজু, হাদী, শাহ মোশাররফ, মো. ডুলো মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিকাগো বিএনপির নেতা জসীম উদ্দিন। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বেবী নাজনিন।

শিকাগো সিটি কাউন্সিল জিয়ার নামে রাস্তার নামকরণের উদ্যোগ নিলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। শিকাগো সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শিকাগোর আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাটর্নির (আইনজীবী) মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার মামলা দায়ের করেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test