E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিকিৎসাবিজ্ঞানে বিশ্বে ১৮তম ইরান

২০১৪ সেপ্টেম্বর ১৫ ২০:০২:০৬
চিকিৎসাবিজ্ঞানে বিশ্বে ১৮তম ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি জ্ঞান-বিজ্ঞানে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ওষুধ উৎপাদনে ইরানের সাফল্য উল্লেখ করার মতো।

চলতি ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, চিকিৎসাসংক্রান্ত জ্ঞান উৎপাদনে ইরান বিশ্বে ১৮তম স্থানে রয়েছে। কয়েকটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রের পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক উপ-ব্যবস্থাপক আমির মোহসেন জিয়ায়ি বলেছেন, বিশ্বের ২৩৮টি দেশের মধ্যে ইরান ১৮তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

এর আগে ২০১১ সালে চিকিৎসাসংক্রান্ত জ্ঞান তথা উঁচুমানের গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিশ্বে ইরান ২৩তম স্থান অধিকার করেছিল। তবে ২০০০ সালেও এ ক্ষেত্রে ইরানের অবস্থান ছিল ৫৩।

গত কয়েক বছরে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান থমসন রয়টার্সের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদন ও গবেষণায় ইরান বিশ্বে ২০তম স্থান অধিকার করেছে।

ইনস্টিটিউট অব সায়েন্টিফিক ইনফরমেশন-আইএসআই জানিয়েছে, ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক জার্নালগুলোতে ইরান ৬০ হাজার ৯৭৯টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে।

বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান সবার শীর্ষে। এছাড়া এর আগে ন্যানোটেকনোলজি বিষয়ক গবেষণা কাজে মধ্যপ্রাচ্যে প্রথম ও বিশ্বে অষ্টম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test