E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফগানিস্তানে ৫ ধর্ষকের মৃত্যুদণ্ড বহাল

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১০:১৬:২৭
আফগানিস্তানে ৫ ধর্ষকের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ডাকাতি ও গণধর্ষণের অপরাধে পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। বাকি দুই আসামির শাস্তি কমিয়ে ২০ বছর করে জেল দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

আফগানিস্তানের উচ্চ আদালতের আপিল বিভাগ সোমবার এ রায় দেয়। উচ্চ আদালতের এ রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে।

এর আগে এ মামলায় এক নিম্ন আদালতে মাত্র দুই ঘণ্টাব্যাপী শুনানির পর সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা কাবুলের বাইরে এক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে এক পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

প্রসিকিউটর জানান, পাঘমান এলাকায় আটজনের ওই দলটি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নির্যাতিত পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি থামায়। এ সময় তারা চার নারীকে ধর্ষণ করে। এর মধ্যে একজন গর্ভবতী ছিলেন।

হামলাকারীরা এ সময় অস্ত্র ঠেকিয়ে ওই পরিবারের সদস্যদের পেটায় ও ডাকাতি করে। নারীদের শরীর থেকে অলঙ্কারও খুলে নেয় তারা।

এর আগে নিম্ন আদালতে দেওয়া জবানবন্দিতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুইজন ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করলেও গণধর্ষণে জড়িত ছিলেন না বলে জানান।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test