E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাজ্যের সঙ্গেই একীভূত থাকছে স্কটিশরা

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১১:২৬:৩২
যুক্তরাজ্যের সঙ্গেই একীভূত থাকছে স্কটিশরা

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা প্রত্যাখ্যান করলো স্কটিশরা। বৃহত্তর যুক্তরাজ্যের সঙ্গেই একীভূত থাকছে তারা। অনুষ্ঠিত গণভোট শেষে ৩২টি প্রশাসনিক এলাকার মধ্যে ২৯টির ভোট গণনায় অবিভক্ত যুক্তরাজ্যে থাকার পক্ষেই স্কটিশদের মতামত ফুটে উঠেছে। বাকি এলাকাগুলোর ফলাফলও ঘোষিত হতে চলেছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, এখন পর্যন্ত ২৯টি প্রশাসনিক এলাকার ফলাফল পাওয়া গেছে। ‘স্কটল্যান্ডের কি স্বাধীন দেশ হওয়া উচিত?’ শীর্ষক গণভোটে ‘না’ ভোট পড়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৪৬৪টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ লাখ ৯৮ হাজার ৫৪০টি।

কোনো পক্ষকে এই গণভোটে জিততে হলে লাভ করতে হবে ১৮ লাখ ৫২ হাজার ৮২৮টি ভোট। সে হিসেবে ‘অবিভক্ত যুক্তরাজ্যে’র পক্ষের ‘না’ ভোটই জয়ের দ্বারপ্রান্তে। এখন কেবলই আনুষ্ঠানিক ঘোষণার পালা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে একযোগে ২,৬০৮টি কেন্দ্রে এ গণভোট শুরু হয়। ৪২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এ গণভোট চলে রাত ১০টা পর্যন্ত।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ৩২টি আঞ্চলিক প্রশাসনিক এলাকা থেকে ফলাফল ঘোষণার পর প্রধান গণনা কর্মকর্তা (সিসিও) ম্যারি পিটকাইথলি এডিনবার্গের রয়্যাল হাইল্যান্ড সেন্টার থেকে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ম্যারি জানান, তিনি শুক্রবার নাস্তাগ্রহণের (ব্রেকফাস্ট টাইম) সময় ফলাফল ঘোষণা করবেন।

তার ঘোষণা অনুযায়ী ফলাফল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে পাওয়া যাবে আশা করা হচ্ছে।

গণভোটকে সামনে রেখে শেষ মুহূর্তেও প্রচারাভিযানে ব্যস্ত সময় কাটায় দুই পক্ষ।

যুক্তরাজ্যের প্রধান তিন দলের নেতারা স্কটল্যান্ডবাসীকে ‘না’ ভোট দিতে অনুরোধ করেন। ‘না’ ভোট দিলে তারা স্কটিশদের আরও ‘ক্ষমতা’ দেওয়ার অঙ্গীকার করেন।

অপরদিকে স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী আলেক্স স্যালমন্ড ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

গণভোটের ফল প্রকাশ শুরু, এগিয়ে 'না' ভোট

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test