E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গলগ্রহের কাছে ভারতের মঙ্গলযান

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৪:১৮:৪৩
মঙ্গলগ্রহের কাছে ভারতের মঙ্গলযান

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলযানের লক্ষ্য হলো মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে গ্রহটিকে প্রদক্ষিণ করে চলা। ভূ-পৃষ্ঠ ও তার নিচে ধাতুর স্তর সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চান ভারতীয় বিজ্ঞানীরা। আর এর প্রেক্ষিতে মঙ্গলগ্রহে মঙ্গলযান প্রেরণ করে ভারতীয় মহাকাশ গবেষকেরা।

ভারতের প্রথম মঙ্গলগ্রহ অভিযান এ সপ্তাহে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাচ্ছে। এদিকে নাসার একটি যান আগামী রবিবার মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করছে বলে জানা গেছে।

গত নভেম্বর মাসে মহাকাশ পাড়ি দিয়েছিল ভারতের মঙ্গলযান। একের পর এক পর্যায় সফলভাবে সম্পন্ন করে আগামী ২৪ সেপ্টেম্বর মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে চলেছে। এই কঠিন কাজটি করতে পারলে ভারতই হবে একমাত্র দেশ, যা প্রথম প্রচেষ্টায় সাফল্য পেলো।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ কয়েকবার প্রচেষ্টার পরই সাফল্য পেয়েছিল্।
এ ছাড়া বায়ুমণ্ডলে মিথেনের অনুপাতও স্ক্যান করবে মঙ্গলযান। মনে রাখতে হবে, পৃথিবীতে প্রাণের অস্তিত্বের পেছনেও মিথেনের বিশেষ অবদান ছিল।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো-র বিজ্ঞানীরা মঙ্গলযানের সাফল্য সম্পর্কে অত্যন্ত আশাবাদী। ২৪ সেপ্টেম্বর মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশের নির্দেশ এরই মধ্যে আপলোড করা হয়েছে।

মঙ্গলযানের মূল ইঞ্জিনটি গত ৩০০ দিন ধরে বন্ধ রয়েছে। মঙ্গলের কক্ষপথে পৌঁছনোর দুই দিন আগে ৪ সেকেন্ডের জন্য সেটিকে পরীক্ষামূলকভাবে চালানো হবে। তা ছাড়া গতিপথের সামান্য একটি ত্রুটিও দূর করা হবে।

তবে কক্ষপথে প্রবেশের প্রক্রিয়াটি বেশ জটিল। নির্দিষ্ট সময়ে মহাকাশযানের গতিবেগ ও গতিপথের মধ্যে সঠিক সমন্বয়ের মধ্যেই সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে। কোনো কারণে মূল ইঞ্জিনটি চালু না হলে ৮টি ছোট ইঞ্জিন যানটিকে চালনা করবে।

এদিকে নাসার ‘ম্যাভেন' মহাকাশযান রবিবারই মঙ্গলগ্রহ প্রদক্ষিণ শুরু করতে চলেছে। প্রায় ১০ মাস ধরে যাত্রা করে গন্তব্যের কাছেই পৌঁছে গেছে সেটি। অতীতে মঙ্গলগ্রহ ছিল ভিজে ও ঠাণ্ডা।

ঠিক কী কারণে জলীয় বাষ্প উবে গেল এবং কার্বন-ডাই-অক্সাইডও কোথায় গেল- সেই রহস্য সমাধান করার চেষ্টা করবে এই যান। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে নানা পরীক্ষা চালাবে 'ম্যাভেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test