E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিস্তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৮:৪৪:১১
তিস্তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি প্রতিনিধি : ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে শুক্রবার সকালে উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিস্তার পানিবণ্টন চুক্তি ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদ সম্পর্কিত সকল বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ আলী।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে তারা উভয়ে একমত হয়েছেন।’

বৈঠকে নয়া দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং পানিসম্পদ সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test