E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে পাকিস্তান

২০২২ জানুয়ারি ১৬ ১৯:১১:০৪
জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছে পাকিস্তান সরকার। জানুয়ারির ১৬ তারিখ থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার (১৫ জানুয়ারি) দেশটির সরকার এ ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বাড়ায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার পাকিস্তানের জিওটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির অর্থ বিভাগ জানায়, পেট্রোল-ডিজেল ছাড়াও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য যেমন কেরোসিন ও লাইট ডিজেলে দামও বাড়ানো হবে।

নতুন নিয়ম কার্যকর হলে দেশটিতে পেট্রোলের দাম লিটারে তিন দশমিক এক রুপি বেড়ে হবে ১৪৭ দশমিক ৮৩ রুপি। ডিজেলের দাম তিন রুপি বেড়ে হবে ১৪৪ দশমিক ৬২ রুপি। তাছাড়া কেরোসিনের দাম তিন রুপি বেড়ে হবে ১১৬ দশমিক ৪৮ রুপি ও লাইট ডিজেলের দামও তিন রুপি বেড়ে দাঁড়াবে ১১৪ দশমিক ৫৩ রুপিতে।

এর আগে পাকিস্তানের তেল-গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পেট্রোলের দাম প্রতি লিটারে পাঁচ দশমিক ৫২ রুপি ও ডিজেলের দাম প্রতি লিটারে ৬ দশমিক ১৯ রুপি বাড়ানোর সুপারিশ করে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে পেট্রোলিয়ামের দাম ছয় দশমিক তিন শতাংশ বাড়ে। তাছাড়া বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম গত বছরের থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

দেশটির অর্থ বিভাগ জানায়, বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের ওপর বিদ্যমান বিক্রয় কর ও পেট্রোলিয়াম শুল্ক বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। যদিও প্রধানমন্ত্রী ইমরান খান বিক্রয় কর কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দেন বলেও জানানো হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test