E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেপালে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১৫:০৩:৫০
নেপালে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম

নিউজ ডেস্ক : নেপালের অন্যতম প্রধান পর্যটন শহর পোখারায় উদ্বোধন হলো ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম। দৃষ্টি নন্দন এই বিশাল বিক্রয় কেন্দ্র ও ডিসপ্লে সেন্টারটি শহরের প্রাণকেন্দ্র নয়াবাজারে অবস্থিত। এই বিক্রয় কেন্দ্র থেকে ওয়ালটন পণ্য বিক্রির পাশাপাশি তা সরবরাহ করা হবে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে। 

সম্প্রতি (২০ সেপ্টেম্বর) শোরুমের উদ্বোধন করেন পোখারা চেম্বার অব কমার্সের সভাপতি বিন্দু কুমার থাপা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফরেইন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর এন্ড মিডিয়ার উপ পরিচালক ফিরোজ আলম, নেপালে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরফরাজ আনসারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা নওশাবা সরফরাজ প্রমুখ।

প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান রিজার্ভ মাল্টিন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি পোখারায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নিযুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নারজুনা গুরুং এবং নির্বাহী পরিচালক প্রকাশ গিরি। দুজনেই বয়সে তরুণ। কিন্তু এরইমধ্যে তারা ব্যবসায়ী হিসেবে পোখারায় বেশ জনপ্রিয়।

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিন্দু কুমার থাপা বলেন, ওয়ালটন বাংলাদেশী ব্র্যান্ড। কিন্তু আমি শুনেছি গুণে-মানে ওয়ালটন প্রোডাক্ট অনেক ভালো। দামে সাশ্রয়ী হওয়ায় তা নেপালের সব শ্রেনী-পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আশা করি ওয়ালটনের পন্য নেপালী জনগণের প্রাত্যহিক জীবনে সুখ-স্বাচ্ছন্দ এনে দেবে। তিনি ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেইসঙ্গে নেপালে ওয়ালটনের এ্যাসেম্বলি কারখানা স্থাপনের দাবি জানান।

নারজুনা গুরুং বলেন, ইতিমধ্যে নেপালের জনগণের মধ্যে ওয়ালটন সম্পর্কে এক ধরনের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। যারাই পণ্য কিনছেন তারাই এর প্রসংশা করছেন। তাছাড়া ক্রেতাদের মধ্যে এক ধরনের নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছি। আশা করছি নেপালের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থানে নিয়ে যাব ওয়ালটনকে।

প্রকাশ গিরি বলেন, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ওয়ালটনকে নেপালের তথা পোখারার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড করার জন্য যা যা প্রয়োজন আমরা করব।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বাংলাদেশের গ্রাহকরা ওয়ালটন পণ্য কিনে কখনো ঠকেননি। নেপালের ক্রেতারাও ঠকবেন না।

উল্লেখ্য, ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, এয়ারকন্ডিশনার ও হোম এ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য বাজারজাত করা হচ্ছে নেপালে। বেশ কয়েকমাস আগে থেকেই নেপালের বাজারে পণ্য বিপণন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। পর্যায়ক্রমে নেপালের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণস্থানে পরিবেশক নিয়োগ দেয়া হচ্ছে। পণ্য পৌছে দেয়া হচ্ছে নেপালের প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশের মতো নেপালের বাজারে শীর্ষস্থান পাওয়ার জন্য কাজ করছেন ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ড সংশ্লিষ্টরা।

(সংবাদ বিজ্ঞপ্তি/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test