E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আইএসের চেয়ে ইরান বড় হুমকি : ইসরায়েল

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১১:০৫:৪৬
আইএসের চেয়ে ইরান বড় হুমকি : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণুসমৃদ্ধ ইরানকে আইএসআইএলের (বর্তমানে আইএস) চেয়েও বড় হুমকি বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সোমবার এ মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

নেতানিয়াহু তার ভাষণে ইরান, আইএস ও হামাসকে একই দলের সদস্য বলে উল্লেখ করেন। এদের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘তাদের (আইএস) অবশ্যই পরাজিত করতে হবে, এ ব্যাপারে কোনো ভুল করা চলবে না।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তাদের (আইএস) পরাজিত করে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইরানকে ছেড়ে দিলে তা হবে লড়াইক্ষেত্রে জয় কিন্তু যুদ্ধে পরাজয়ের মতো।’

আইএস (ইসলামিক স্টেট) ও হামাসকে তিনি ‘একই গাছের বিষাক্ত শাখা’ বলে উল্লেখ করেন। এ সময় তিনি গাজায় ইসরায়েলি বোমা হামলা এবং ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলাকে একই ধরনের অভিযান বলে মন্তব্য করেন।

নাৎসি বাহিনীর সঙ্গে ইসলামী দেশটি ও সংগঠনগুলোর তুলনায় নেতানিয়াহু বলেন, ‘নাৎসিরা প্রভুর দৌড়ে বিশ্বাস করত ও ইসলামী বিদ্রোহীরা প্রভুভক্তিতে বিশ্বাস করেন।’

তিনি এ সময় ইরানের পারমাণবিক সক্ষমতাকে টুকরো টুকরো করে ফেলা উচিত বলেও মন্তব্য করেন।

নিজ বক্তব্যে আইএসের সঙ্গে তুলনা করে দুইবার ‘ইসলামিক স্টেট অব ইরান’ বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

প্রসঙ্গত, ইরানের অফিসিয়াল নাম ‘দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান’।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test