E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ৫০

২০২২ মে ২৭ ১৩:৪৭:০৫
বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে সশস্ত্র হামলায় ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

পূর্বাঞ্চলের গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগো বলেছেন, মাদজোয়ারির গ্রামের বাসিন্দাদের ওপর বুধবারের হামলার পিছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) এক বিবৃতিতে ইয়ামিওগো বলেন, নিহতরা বেনিন ও টোগোর সীমান্তের কাছাকাছি পামা নামের একটি শহরের যাচ্ছিলেন।

বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, খাবার ফুরিয়ে যাওয়ায় তারা বাঁচার চেষ্টা করছিলেন। হঠাৎই তাদের ওপর হামলা চালানো হয়। নিহতরা সবাই পুরুষ বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, বুরকিনা ফাসো। ২০১৫ সাল থেকে আল কায়েদা ও দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় ওই অঞ্চলে।

দেশটিতে হামলায় এ পর্যন্ত দুই হাজার জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত অন্তত ১৮ লাখ মানুষ। বেনিন এবং টোগোর মতো উপকূলীয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এখন সংঘাত ছড়িয়ে পড়ছে। চলতি মাসে জঙ্গি হামলায় টোগোতে আটজন সেনা নিহত হন এবং আহত হন আরও ১৩ জন।

পশ্চিম ও মধ্য আফ্রিকার একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরে।

তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড

(ওএস/এএস/মে ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test