E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

২০২২ জুন ২৩ ১৯:০৪:২০
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : পরপর দুদিন মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন মানে লেনদেন শেষ করলো ভারতীয় রুপি। গত বুধবার (২২ জুন) ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ১৯ পয়সা কমে রেকর্ড সর্বনিম্ন ৭৮ দশমিক ৩২ রুপিতে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার (২৩ জুন) সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিনও রেকর্ড সর্বনিম্ন দরেই লেনদেন শেষ করেছে ভারতীয় রুপি।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল ৭৮ দশমিক ২৬। কিন্তু দিনের শেষে এর দর দাঁড়ায় বুধবারের সমান ৭৮ দশমিক ৩২ রুপি।

এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, সেফ হ্যাভেনের চাহিদা বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় রুপি। তবে নিকট ভবিষ্যতে এর দরে আরও উত্থান-পতনের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, রুপি/ডলারের দর ৭৯ হওয়ার আগে ৭৮ দশমিক ১০ থেকে ৭৮ দশমিক ৫০-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ বিশ্লেষক যতীন ত্রিবেদী দ্য মিন্টকে বলেছেন, অপরিশোধিত তেলের দাম যতক্ষণ ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ওপর থাকবে, ততক্ষণ রুপিও দুর্বল থাকতে পারে। তেলের দাম ৯৫ ডলারের নিচে নামলে তা ভারতীয় রুপির শক্তি জোগাতে সহায়তা করবে।

(ওএস/এসপি/জুন ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test