E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

২০২২ জুলাই ০৩ ০১:০৯:১২
এবার জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া। জার্মানির পক্ষ থেকে এমন আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছেন জার্মানির এক কর্মকর্তা।

জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস ম্যুলার বলেন, এমন হতে পারে যে, রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাসের সরবাহ বন্ধ করে দিতে পারে।

তার সন্দেহ, গ্যাস লাইনটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে ১১ দিন সময় প্রয়োজন, কিন্তু তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া। আর তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হতে পারে।

তিনি বলেন, রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তাহলে আমাদেরকে বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখতে হবে ও গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে।

ইউক্রেনে হামলান পর ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে বেশ কয়েকটি দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞার জবাবেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

ম্যুলার এরই মধ্যে গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন৷

তিনি বলেন, বাসা-বাড়ির বাসিন্দাদের সম্ভাব্য এমন পরিস্থিতি ঠেকাতে শীতকাল শুরুর ১২ সপ্তাহ আগে থেকেই অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তথ্যসূত্র : ডয়েচে ভেলে

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test