E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হংকংয়ের অর্থনীতি বিক্ষোভের ফলে ক্ষতির মুখ দেখতে পারে

২০১৪ অক্টোবর ০৬ ১৯:৫০:২৯
হংকংয়ের অর্থনীতি বিক্ষোভের ফলে ক্ষতির মুখ দেখতে পারে

নিউজ ডেস্ক, ঢাকা : বিশ্বব্যাংকের এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ সুধীর শেঠি বলেছেন, চলমান গণতন্ত্রকামী বিক্ষোভে হংকংয়ের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার তিনি এ মন্তব্য করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

সুধীর বলেন, বিশ্বব্যাংক হংকংয়ের এ ঘটনা গুরুত্বের সাথে নজর রাখছে। তবে চীনের মূল অর্থনীতিতে এর প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে চলমান অস্থিরতা কতদিন স্থায়ী হবে তার উপর।

শুধু বিশ্ব ব্যাংকই নয়, প্রায় প্রত্যেক অর্থনীতি বিশ্লেষকই এ ঘটনার উপর নজর রাখছেন। এর প্রভাব পরবর্তীতে বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে বলে তিনি জানান।

বেইজিং সরকারের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকেই হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নামে গণতন্ত্রকামীরা। গণতন্ত্রপন্থিরা চায় অবাধ নির্বাচনের মাধ্যমেই অঞ্চলটির পরবর্তী নেতা নির্বাচিত হোক। এছাড়া, নির্দিষ্ট করে ২০১৭ সালের পরবর্তী নির্বাচনে যে কোনো নাগরিককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার দাবি করছে বিক্ষোভকারীরা।

সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হওয়া বিক্ষোভ গত ২৬ তারিখ থেকে গণবিক্ষোভে রূপ নেয়। মূল ব্যবসায়িক কেন্দ্রগুলো অবরোধ করে বিক্ষোভকারীদের এ রাজপথ অবস্থান কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে হংকংয়ের বাণিজ্যিক কর্মকাণ্ড।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test