E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৫

২০২২ আগস্ট ০৭ ০১:১৯:৫৯
গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একজন শিশু, ২৩ বছর বয়সী একজন নারী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।

তাছাড়া ইসরায়েলের এ হামলায় এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের প্রাণকেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার। সংগঠনটি জানিয়েছে, দখলদারদের বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০’র বেশি রকেট ছুড়েছে তারা।

এ ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ১৫ মাস আগেই অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের মাসব্যাপী হামলায় ২৬০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test