E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

এবার পশ্চিমতীরে ইসরায়েলের অভিযান, হতাহত ৪৩

২০২২ আগস্ট ০৯ ১৮:২৩:৫৩
এবার পশ্চিমতীরে ইসরায়েলের অভিযান, হতাহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ধারাবাহিক হামলার পর দখলকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের তিন নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে একজন স্থানীয় সশস্ত্র মিলিশিয়া বাহিনীর কমান্ডার রয়েছেন। খবর আল-জাজিরার।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে শহরটির একটি বিল্ডিং ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। সেখানে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবুলসি অবস্থান করছিলেন। এসয়ম তাদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা লড়াই চলে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ অভিযানে ৩০ বছর বয়সী ওই কমান্ডারের পাশাপশি ৩২ বছর বয়সী ইসলাম সাব্বুহ ও হুসাইন জামাল ত্বহা নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test