E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ২৮

২০২২ অক্টোবর ০৬ ১৪:৫৪:৫৭
থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি শিশু দিবাযত্নকেন্দ্রে গুলি চালিয়েছেন পুলিশের এক সাবেক কর্মকর্তা। এতে ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের নং বুয়া লাম্পুতে এই হামলা চালানো হয়েছে। যদিও ওই বন্দুকধারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে অনেক শিশু ও বয়স্করা রয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

আঞ্চলিক পাবলিক অ্যাফেয়ার্স অফিসের একজন মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত ২৬ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জন শিশু, দুই শিক্ষক ও একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি ব্যবস্থা নিতে সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনা বিরল। এর আগে ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে বন্দুকধারী এক সেনা ২১ জনকে হত্যা করেছিল।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test