E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাজিলে হঠাৎ বন্যা, পানিবন্দি হাজার হাজার মানুষ

২০২২ ডিসেম্বর ০২ ১৩:২০:৩৩
ব্রাজিলে হঠাৎ বন্যা, পানিবন্দি হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাতের জেরে ব্রাজিলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। তাদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে বিপদে পড়েছেন বহু মানুষ।

স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পানির নিচে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। কিছু কিছু বাড়ির ছাদপর্যন্ত পানি পৌঁছে গেছে। এগুলোর ওপর দিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার উড়তেও দেখা গেছে ভিডিওতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৮৮০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সান্তা ক্যাটারিনার কর্মকর্তারা স্থানীয়দের সড়কপথ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, গত বুধবার ব্রাজিলের দক্ষিণে পারানা রাজ্যে ভূমিধসে অন্তত দুজন নিহত হয়েছেন।

এদিন ভারী বৃষ্টিপাতের পরে ব্রাজিলের বিআর-৩৭৬ মহাসড়কের ওপর ভূমিধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়ে ছয়টি ট্রেলার এবং অন্তত ১৫টি গাড়ি।

দমকল বিভাগের এক প্রতিনিধি জানান, তাদের ধারণা, ভূমিধসের পর ৩০ থেকে ৫০ জন নিখোঁজ রয়েছেন।

ব্রাজিলে বছরের এই সময়ে বন্যা অনেকটাই নিয়মিত ঘটনা। এতে গত কয়েক দশকে বেশ কয়েকবার ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশটি।

গত ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিওর কাছে ঐতিহাসিক ব্রাজিলিয়ান পাহাড়ি শহর পেট্রোপলিসে ভারী বৃষ্টির পর ভূমিধসে অন্তত ৯৪জন প্রাণ হারান।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test