E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর বিষয়ে বিবৃতি জারি

২০২৪ মে ২০ ১৩:১০:২২
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর বিষয়ে বিবৃতি জারি

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের মৃত্যুর পর ইরানের মন্ত্রিসভা একটি বিবৃতি জারি করেছে। ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার (১৯ মে) পূর্ব আজারবাইজানের উত্তর-পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলে তাকে এবং তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মৃত্যু হয়েছেন।

সোমবার (২০ মে) জারি করা এক বিবৃতিতে ইরানের মন্ত্রিসভা জানিয়েছে, অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাইসির মৃত্যু হয়েছে।

তিনি কঠোর পরিশ্রমী রাষ্ট্রপতি ও জনগনের সেবায় অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাইসি সর্বদা দেশকে এগিয়ে নিতে সহায়তা করার জন্য পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রিপরিষদ মন্ত্রীরা রাষ্ট্রপতি রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, রাইসির প্রহরী দলের প্রধান মেহেদি মুসাভি এবং তাদের সাথে থাকা অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

(ওএস/এএস/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test