E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধ্যপ্রাচ্য নিয়ে ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

২০২৪ অক্টোবর ০১ ১৩:৫৭:৫৩
মধ্যপ্রাচ্য নিয়ে ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছতে পারে না বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার দুই দিন পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দিলেন।

নেতানিয়াহু বলেন, আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনও জায়গা নেই যেখানে আমরা যাব না। নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত ৩ মিনিটের একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন এবং ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমন কোনও স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছতে পারে না। আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনও জায়গা নেই যেখানে আমরা যাব না।

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর কমান্ড সদরদপ্তরে ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েল হিজবুল্লাহর নেতা নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। সেই হামলায় নাসরাল্লাহ নিহত হন। নাসরাল্লাহর ওপর আঘাত হানতে। ইসরায়েল দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছিল।

লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত এক মুখ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মৃত্যু কেবল হিজবুল্লাহই নয়, ইরানের জন্যও বড় ধাক্কা।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test