E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমি নাৎসি নই: ট্রাম্প

২০২৪ অক্টোবর ২৯ ১৮:৩১:০৮
আমি নাৎসি নই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে নাৎসি নন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ ডেমোক্রেট শিবির থেকে তাকে স্বেচ্ছাচারী আখ্যা দেওয়ার অভিযোগ খণ্ডন করতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে, ট্রাম্পকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন তার একজন সাবেক চিফ অব স্টাফ।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এক সপ্তাহের কম সময় আগে এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস।

সোমবার (২৮ অক্টোবর) দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় দুটি নির্বাচনী সমাবেশ করেন ট্রাম্প। সেখানে সমর্থকদের তিনি বলেন, সমালোচকেরা আমাকে আধুনিক সময়ের হিটলার বলেন।

ট্রাম্প বলেন, ‘কমলা ও তার প্রচারশিবির এখন নতুন করে একটি কথা বলতে শুরু করেছে, যিনিই তাকে (কমলাকে) ভোট দেবেন না, তিনিই নাৎসি। আমি নাৎসি নই। আমি নাৎসির বিপক্ষে।’

আটলান্টার সমাবেশে কমলাকে আক্রমণ করে তিনি বলেন, আপনারা জানেন, তিনি ভালো মানুষ নন। আপনাদের সাহায্য নিয়ে ৫ নভেম্বর আমরা কমলাকে পরাজিত করতে চলেছি।

বেশ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে ভোট শুরু হয়ে গেছে। ৪ কোটি ৭০ লাখের বেশি মার্কিনি এরই মধ্যে ভোট দিয়েছেন। এ দলে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। সোমবার তিনি ডেলাওয়ারে নিজ শহর উইলমিংটনের কাছে রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

ভোটের দিন যত এগিয়ে আসছে, মূল সমর্থকদের উজ্জীবিত রাখার পাশাপাশি যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি এমন ভোটারদের দলে টানা ট্রাম্প ও কমলার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

(ওএস/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test