E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চালের দাম বৃদ্ধি নিয়ে চাপে জাপানের প্রধানমন্ত্রী

২০২৫ মে ২৩ ১২:৩৫:২৪
চালের দাম বৃদ্ধি নিয়ে চাপে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে এপ্রিল মাসে মূল্যস্ফীতি দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চালের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরও সুদের হার বৃদ্ধির জন্য চাপ বাড়ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে।

এই খবর জুলাই মাসের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যখন একজন মন্ত্রী চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে পদত্যাগে বাধ্য হয়েছেন এবং সরকারকে জরুরি মজুত থেকে চাল ব্যবহার করতে হচ্ছে।

তাজা খাদ্য বাদ দিয়ে এপ্রিল মাসে জাপানের কোর ইনফ্লেশন ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। যা ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ এবং মার্চ মাসের ৩ দশমিক ২ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

তাছাড়া বার্ষিকভিত্তিতে চালের দাম ৯৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যা আগের মাসের তুলনায় সামান্য বেশি।

জাপানিদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদানের এই মূল্যবৃদ্ধি এখন সরকারের জন্য বড় একটি সংকটে পরিণত হয়েছে। গত বছর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানো সরকারের জন্য জনপ্রিয়তা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ।

মূল্যবৃদ্ধির পেছনে যেসব কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে ২০২৩ সালের প্রচণ্ড গরমে খারাপ ফসল এবং গত বছরের একটি মেগা ভূমিকম্প সতর্কতার পর সৃষ্ট আতঙ্কে ব্যাপক মজুত।

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের ফলে চালের চাহিদা বেড়েছে বলেও মনে করা হচ্ছে এবং কিছু ব্যবসায়ী চাল মজুত করছে বলে অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র : এএফপি

(ওএস/এএস/মে ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test