E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিদেশি শনাক্ত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে’

২০২৫ জুন ১০ ১৫:৫৮:০৪
‘বিদেশি শনাক্ত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে’

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে বিদেশি শনাক্ত হলেই বাংলাদেশে ‘পুশ ইন’ করার ঘোষণা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। এক্ষেত্রে কোনও আইনি প্রক্রিয়ারও প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। সোমবার (৯ জুন) রাজ্যের আইনসভায় এমন ঘোষণা দেন আসামের মুখ্যমন্ত্রী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

ঘোষণায় হিমান্ত বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে, তাকেই বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে।

ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তাদেরও বাংলাদেশে পুশ ইন করা হবে বলে জানিয়েছেন হিমান্ত বিশ্ব শর্মা।

ফরেনার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের পর গত কয়েক সপ্তাহে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।
সোমবার (৯ জুন) আসামের আইনসভায় মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, ১৯৫০ সালের পুশ ইন আইনও বৈধ বলে রায় দিয়েছেন আদালত। অর্থাৎ, ডিসিরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন। এজন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না।

(ওএস/এসপি/জুন ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test