E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সোরোকা হাসপাতালে হামলা ইরানের সীমালঙ্ঘন’

২০২৫ জুন ১৯ ১২:৫৮:২১
‘সোরোকা হাসপাতালে হামলা ইরানের সীমালঙ্ঘন’

আন্তজার্তিক ডেস্ক : ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেছেন, দেশের দক্ষিণে বেয়ার শেভায় সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে  ইরান "সীমা লঙ্ঘন করেছে"।

ইসরায়েল আর্মি রেডিও-কে বুসো বলেন, এই হামলা ইরানি শাসনব্যবস্থা কর্তৃক সংঘটিত একটি যুদ্ধাপরাধ।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সোরোকা হাসপাতালে ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা শহর এবং তেল আবিবে আঘাত হানে, এতে সোরোকা হাসপাতালসহ কয়েকটি স্থাপনায় ক্ষতি হয়। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে হাসপাতালের একটি ছাদের অংশ ধসে পড়েছে।

জানা গেছে হাসপাতালে ক্ষতি হয়েছে মূলত বিস্ফোরণের তরঙ্গ থেকে, সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে নয়— যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবিকে সমর্থন করে, যেখানে বলা হয় হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশে একটি “সংবেদনশীল” সামরিক স্থাপনা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র ইসরায়েলি মিডিয়াকে জানিয়েছেন, হাসপাতাল থেকে কোনো ধরনের বিপজ্জনক পদার্থের লিক হয়নি— এবিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অস্বীকার করা হয়েছে।

তেল আবিবে ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ওএস/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test