E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্যারিস এয়ারশো’তে এমিরেটস প্রদর্শন করলো তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০

২০২৫ জুন ১৯ ১৯:৩৭:৫১
প্যারিস এয়ারশো’তে এমিরেটস প্রদর্শন করলো তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার (১৯ জুন) সমাপ্ত হচ্ছে প্যারিস আন্তর্জাতিক এয়ারশো’র ৫৫তম আসর। দীর্ঘ ১৫ বছর পর এমিরেটস এবারে জনপ্রিয় এই এয়ারশো’তে হাজির হয়েছে তাদের সর্বশেষ সংযোজিত অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ নিয়ে। এমিরেটসের এই উড়োজাহাজগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো, পরবর্তী প্রজন্মের কেবিন ডিজাইন, অত্যাধুনিক ইন্টেরিয়র এবং প্রযুক্তির ব্যবহার। এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এয়ারশো’তে প্রদর্শিত এয়ারবাসগুলো সুপ্রশস্ত তিন কেবিন বিশিষ্ট, যার বিজনেস শ্রেণীতে রয়েছে পরবর্তী প্রজন্মের ৩২টি লাই-ফ্ল্যাট আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২১টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি আসন।

ভিজিটররা এয়ারবাসটির বিভিন্ন আধুনিক সুবিধা সম্পর্কে জানতে এবং বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পান। উড়োজাহাজের কেবিনগুলো তুলনামূলকভাবে সুপ্রশস্ত এবং এর সিলিং এর উচ্চতা অপেক্ষাকৃত বেশি। স্টোরেজের জায়গাটিও প্রশস্ত। কেবিনের ভিতর যাত্রীদের চলাচলের জন্য আইলগুলো অপেক্ষাকৃত চওড়া। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় উন্নততর প্রযুক্তি ব্যবহারের ফলে যাত্রীরা সিনেম্যাটিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। কেবিন লাইটিং এর ক্ষেত্রেও নতুনত্ব আনা হয়েছে। ওয়াইফাই অনেক দ্রুত এবং সীট এরগোনমিক্স যথেষ্ট উন্নত।

চলতি বছরের শেষ নাগাদ এমিরেটস তাদের এ৩৫০ এর সাহায্যে ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হবে। ইতোমধ্যে এয়ারলাইনটির বহরে ৬০টি এজাতীয় উড়োজাহাজ যুক্ত হয়েছে এবং আগামী বছরগুলোতে আরও ৫৮টি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।
(এসকেকে/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test