E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের মুফতি শিব ও পার্বতীকে স্রষ্টা বললেন

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১২:৪০:০৫
ভারতের মুফতি শিব ও পার্বতীকে স্রষ্টা বললেন


অান্তর্জাতিক ডেস্ক : আজব এক বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের এক মুফতি। তার নাম মুফতি মহম্মদ ইলিয়াস। তিনি ভারতে জামায়েত উলেমার মুফতি। হিন্দুদের শিব ও পার্বতীকে তিনি সকল মানবজাতির স্রষ্টা বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য ইউটিউব ও ভারতের জিমিডিয়াতে প্রচার করা হচ্ছে। খবর জিনিউজের।

সম্প্রতি জামায়েত উলেমার মুফতি মহম্মদ ইলিয়াস তার অনুসারীদের নিয়ে দেখা করেন ভিএইচপি ও আরএসএস নেতাদের সাথে। সেখানে তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে মুসলিমদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

মুফতি ইলিয়াস বিষয়টিকে ব্যাখ্যা দেন এভাবে, যেভাবে চীনে বসবাসকারী মানুষ চাইনিজ ও জাপানে বসবাসকারী মানুষ জাপানিজ তেমনি ভারতে বসবাসকারী মানুষ সকলে হিন্দুস্তানি। আমরা সবাই সনাতন ধর্মের সন্তান। আমাদের সকলের স্রষ্টা ভগবান শিব ও মাতা পার্বতী। তিনিই মুসলমানদের প্রথম নবী। তাকে কেউ মনু বলুক কিংবা আদম বলুক। সেটা যার যেরকম ইচ্ছা।

এদিকে মুফতি ইলিয়াসের এই বক্তব্যর প্রতিবাদ জানিয়েছে ভারতের অন্য মুফতিরা। তারা বলেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরানের কোথায় লেখা আছে শিব ও পার্বতীর নাম। মুসলমানদের গ্রন্থে যেটা লেখা আছে সেটাই একজন মুসলমান বিশ্বাস করেন। মুফতি ইলিয়াস এই ব্যাখ্যা কীভাবে দিয়েছে তার ব্যাখ্যা তিনি ভালো বলতে পারেন। শিব ও পার্বতীকে মুসলমানদের স্রষ্টা বলা ঠিক নয়।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের বলরামপুরে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে জামায়েত উলেমার ব্যক্তিবর্গরা থাকবেন বলে জানিয়েছেন।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test