E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউরোপে গ্যাস বন্ধের হুমকি ইরানের

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১২:৫৬:২৬
ইউরোপে গ্যাস বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইউরোপের নিষেধাজ্ঞার বিপরীতে ইরান গ্যাস সরবরাহ বন্ধ করে তার জবাব দেয়ার ক্ষমতা রাখে। খবর রেডিও তেহরানের।

খামেনেয়ী বলেছেন, 'অসহায় ইউরোপে'র গ্যাস প্রয়োজন রয়েছে। অন্যদিকে আবিষ্কৃত গ্যাসের বর্তমান মজুদ অনুযায়ী ইরানের অধিকারে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস সম্পদ।

তিনি বলেছেন, ইউরোপ যদি নতুন করে নিষেধাজ্ঞার আরোপের পদক্ষেপ নেয় তাহলে ইরানি জাতিও ভবিষ্যতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সম্মিলিতভাবে ইরানের হাতে বিশ্বের সবচেয়ে বেশি তেল ও গ্যাস রয়েছে। যখন সময় আসবে তখন ঠিকই আমরা সেগুলো দিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করব এবং এ কাজ করার ক্ষমতা ইরানের রয়েছে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপ বার বার ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। নতুন করে ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানির ওপর ইউরোপ নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা করার পর খামেনেয়ী এই হুমকি দিলেন।

ইরানে এ পর্যন্ত আবিষ্কার হওয়া গ্যাসের সর্বমোট মজুদ ৩৩.৮ ট্রিলিয়ন ঘন মিটার, যা বিশ্বের মোট মজুদের শতকরা ১৮.২ ভাগ। এছাড়া, তেলের মজুদ রয়েছে ১৫৭ বিলিয়ন ব্যারেল। এ ক্ষেত্রে ভেনিজুয়েলা, সৌদি আরব ও কানাডার পরেই ইরানের অবস্থান।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এখনও পর্যন্ত রাশিয়ার ওপর পুরো ইউরোপের গ্যাস-নির্ভরতা রয়েছে। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হওয়ার পর ইরান থেকে ইউরোপ গ্যাস আমদানির পরিকল্পনা করছে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test