E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসুল দখলে নামছে ইরাকি-কুর্দি বাহিনী

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৫:৪১:৩২
মসুল দখলে নামছে ইরাকি-কুর্দি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন আইএসের হাত থেকে ইরাকি শহর মসুলকে মুক্ত করতে রওনা দিয়েছে ১২ ব্রিগেডে ২৫ হাজার ইরাকি-কুর্দি যোদ্ধা। তাদের বিভিন্ন ভাবে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

২০১৪ সালের এপ্রিল ও মে মাসে মসুল ইরাকি সরকারি বাহিনীর হাতছাড়া হয়। তারপর সেখানে শক্তি বৃদ্ধি করে চলেছে আইএস। ধারণা করা হচ্ছে মসুলে ১ থেকে ২ হাজার আইএস যোদ্ধা রয়েছে।

ইরাকের ভূমিতে ইরাক-কুর্দি যৌথ সেনাবাহিনী আইএসের ওপর আক্রমণ করবে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকি-কুর্দি বাহিনীকে সাহায্য করবে বলে জানিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দিয়ে মসুলে আইএসের ওপর বিমান আক্রমণ চালানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা এসব বলেন।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি মসুল দখলে নেয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসুলকে নিজেদের দখলে নেয়ার জন্য ইরাকি ও কুর্দি বাহিনীকে পাঠানো হয়েছে। তিনি বলেন, কয়েক মাসের মধ্যেই মসুলকে দখলে নিয়ে নেবে ইরাকি বাহিনী। খুব কম প্রাণহানির মধ্যে দিয়ে এ কাজ সম্পন্ন করা হবে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test