E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিরোধী দলের সাথে গঠনমূলক সম্পর্ক স্থাপনে বান কি মুনের আহবান

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৫:৫২:২২
বিরোধী দলের সাথে গঠনমূলক সম্পর্ক স্থাপনে বান কি মুনের আহবান

নিউইয়র্ক থেকে এনা : বাংলাদেশে দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরোধী দলের সাথে গঠনমূলক সম্পর্ক স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ১৯ ফেবুয়ারি বৃহস্পতিবার ওয়াশিংটনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠককালে মহাসচিব বানকি মুন এ আহ্বান জানান।

বান কি মুন এ আহবান জানানোর পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতির উন্নয়নে সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে সরকারকে উৎসাহ প্রদান করেন। ২০১৫ সালের শুরু থেকে রাজনৈতিক সহিংসতায় জীবনহানির ঘটনায় আবারো উদ্বেগ জানান মহাসচিব বান কি মুন। জাতিসংঘের ওয়েব সাইটে দেয়া তথ্য বিবরণী থেকে আরো জানা যায়, মহাসচিব বান কি মুন ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর মধ্যকার বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের সহযোগীতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বিশেষ করে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাসচিব বান কি মুন ।

এদিকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মহাসচিব বান কি মুন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীকে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং জাতিসংঘের শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন। সেই সাথে বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহবান জানান।
পররাষ্ট্রমনন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ও জাতিসংঘে মহা সচিব বান কি মুনের এই বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র সচিব শাহীদুল হক উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test