E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়শঙ্কর আসছেন ২ মার্চ

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৩:০২:৪১
জয়শঙ্কর আসছেন ২ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামিনিয়াম জয়শঙ্কর তিনদিনের এক সরকারি সফরে ২ মার্চ ঢাকায় আসছেন। পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর এটা বাংলাদেশে তার প্রথম সফর। সফরকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। রবিবার ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯ জানুয়ারি দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব নিযুক্ত করেন। ভারতে পররাষ্ট্র সচিব দুই বছরের জন্য নিযুক্ত হন। সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেট শুরু উপলক্ষে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। টেলিফোনে মোদি জানান, খুব শিগগিরই জয়শঙ্করকে বাংলাদেশ সফরে পাঠাচ্ছেন তিনি। নরেন্দ্র মোদি নিজেও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, জয়শঙ্করের সফর পরিচিতিমূলক হলেও সফরকালে মোদির আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা হবে। এতে প্রধানত তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি অবহিত করবেন বলে সংশ্লিষ্টরা বলছেন। ভারতে আজ থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের কোনো একদিনে সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল পাস হতে পারে। জয়শঙ্করের এবারের সফরে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকভাবে চললে সীমান্ত চুক্তির বিল ভারতের পার্লামেন্টে পাসের পর বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে শরিক হতে পারেন নরেন্দ্র মোদি। সেই রকমের প্রস্তুতিই নেয়া হচ্ছে। মোদি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে বাণিজ্য ও ট্রানজিট ইস্যুতে সুবিধা চাইতে পারেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি তার বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তির ক্ষেত্রে কারিগরি সমস্যা থাকার কথা উল্লেখ করায় মোদির সফরের আগে তিস্তা চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
(ওএস/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test