E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজতন্ত্রের সমালোচনা করায় আড়াই বছর জেল

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ২০:৪৬:২১
রাজতন্ত্রের সমালোচনা করায় আড়াই বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি আদালত দেশটির রাজতন্ত্রকে সমালোচনায় দুই তরুণ-তরুণীকে আড়াই বছর করে জেল দিয়েছেন। অভিযুক্ত ওই ২ জনের একজন হলেন সারাইয়াম (২৩)ও পন্থিম মুনকংকে (২৬)।

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, সরাইয়াম দেশটির থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মুনকংকে বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্রী ও মানবাধিকার কর্মী।

২০১৩ সালের অক্টোবরে ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক নাটকে অভিনয় করেছিলেন এই দুই তুরুণ-তরুণী। ‘দ্য উল্ফ ব্রাইড’ নামে ওই নাটকে দেশটির রাজতন্ত্রকে সমালোচনা করেন তারা। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে জেল দেন দেশটির একটি আদালত।

প্রসঙ্গত, থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনাকারীদের ১৫ বছর কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।

(ওএস/এটিঅার/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test