E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্যারিসে অবৈধ ড্রোন ওড়ানোর অভিযোগে আটক ৩

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১১:১৬:৩৫
প্যারিসে অবৈধ ড্রোন ওড়ানোর অভিযোগে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে ক্ষুদে ড্রোন ওড়ানোর অভিযোগে আল-জাজিরার তিন সাংবাদিককে আটক করেছে প্যারিসের পুলিশ। তবে সাংবাদিক তিনজনের নাম এখনও প্রকাশ করা হয়নি।

বুধবার প্যারিসের পশ্চিম প্রান্তের বস দে বালন নামের একটি পার্ক থেকে তাদের আটক করে পুলিশ।

ফ্রান্সের একটি বিচারিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, আটককৃত সাংবাদিকদের একজন ড্রোনটি ওড়াচ্ছিলেন, একজন তা চলচ্চিত্রায়িত করছিলেন এবং আর একজন দেখছিলেন।

গত দু’রাতে প্যারিস শহরের ওপরে পাঁচবার এরকম ক্ষুদে ড্রোনের ওড়াউড়ি লক্ষ্য করা যাচ্ছিল। তবে পূর্ববর্তী ঘটনার সঙ্গে আটককৃত সাংবাদিকদের জড়িত থাকার ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়নি।

তবে ওই সময় অভিযুক্ত সাংবাদিকেরা প্যারিসে রহস্যময় ড্রোনের ওড়াউড়ি নিয়ে প্রতিবেদন তৈরি করতে ভিডিও করছিলেন বলে দাবি করেছে সংবাদ সংস্থা আল-জাজিরা।

প্যারিসে অনুমোদন ছাড়া এরকম ক্ষুদে ড্রোন ওড়ানো বেআইনি বলে বিবেচিত হয়। এছাড়াও প্যারিসের আকাশে ভূমি থেকে ছয় হাজার মিটারের মধ্যে যেকোনো ধরনের আকাশযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

প্যারিসের রম্য পত্রিকা শার্লে হেবদো কার্যালয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা প্রশ্নে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে প্যারিস।

(ওএস/পিবি/ ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test