E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাবুলে তুরস্কের দূতাবাসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ২

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৪:০০:৩০
কাবুলে তুরস্কের দূতাবাসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত তুরস্কের দূতাবাসের ১টি গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ২ ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ বোমা হামলা চালানো হয়।

আল জাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, হামলাকারী ১টি গাড়িতে করে এসে তুর্কি দূতাবাসের ১টি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালালে ওই নিহতের ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে একজন তুরস্কের নাগরিক। অপরজন আফগানিস্তানের নাগরিক।

এদিকে আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি জানান, বোমা হামলায় তুর্কি দূতাবাসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বোমা হামলায় অনেকের হতাহতেরও আশঙ্কা প্রকাশ করেন। তুর্কির দূতাবাসের একটি গাড়িকে লক্ষ্য করেই ওই বোমা হামলা চলানো হয় বলে জানান তিনি।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছেন।

প্রসঙ্গত, কাবুলের কেন্দ্রে অবস্থিত তুরস্কের দূতাবাসের পাশেই ইরানের দূতাবাস অবস্থিত। ইরানিয় দূতাবাসের কাছে প্রধান গেটের কিছু দূরে ওই বোমা হামলা চালানো হয়।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ২৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test