E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চম বছরে পদার্পন করেছে সিরিয়ার সহিংসতা

২০১৫ মার্চ ১৫ ২১:০৩:৩১
পঞ্চম বছরে পদার্পন করেছে সিরিয়ার সহিংসতা

আন্তর্জতিক ডেস্ক : সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর চলমান সহিংসতা পঞ্চম বছরের পদার্পন করেছে। যার কারণে দেশটিতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। সম্প্রতি ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরিয়াতে হামলা চালিয়ে সে সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

বার্তা সংস্থা আল জাজিরা অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বিগত ৪ বছরের সহিংসতায় সিরিয়ায় ২ লক্ষ ২০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যার কারণে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে দোষারোপ করেছে।

এদিকে সিরিয়া সহিংসতার পঞ্চম বছরে পদার্পনের দিনেও দেশটির উত্তর দামেস্ক শহরের ডুমায় ২০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে শিশুও রয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালালে ওই ২০ জন নিহত হয়। সিরিয়ার সরকারি বাহিনী কুর্দি যোদ্ধা, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় সহিংসতা শুরু হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে বর্তমানে সিরিয়ায় চরম সহিংসতা বিরাজ করছে। সহিংসতার কারণে ৪০ লক্ষ মানুষ সিরিয়া ছেড়ে পাশ্ববর্তী দেশ সমূহে আশ্রয় নিয়েছে। বর্তমানের দেশটির ৬০ শতাংশ লোক দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

(ওএস/এটিআর/মার্চ ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test