E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রিমিয়ার চিরতরে ইউক্রেন ত্যাগ

২০১৫ মার্চ ১৬ ১৬:৩৮:১৫
ক্রিমিয়ার চিরতরে ইউক্রেন ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সার্গেই আকসিয়োনভ বলেন, ক্রিমিয়া চিরতরে ইউক্রেন ত্যাগ করে তার সাবেক মাতৃভূমি রাশিয়ায় ফিরে এসেছে। ভবিষতে কখনও ক্রিমিয়া ইউক্রেনের সাথে যুক্ত হতে যাবে না বলেও মন্তব্য করেন আকসিয়ানোভ।

সোমবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

সার্গেই আকসিয়োনভ বলেন, এক বছর আগে গণতান্ত্রিক উপায়ে তার দেশ রাশিয়ার সাথে যুক্ত হয়েছে।

এদিকে পূর্বে রেকর্ডকৃত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন বলেন, তিনি যুদ্ধরত অঞ্চল থেকে পারমাণবিক অস্ত্র তুলে নিতে প্রস্তুত। গত ৫ মার্চ থেকে জনসাধারণ থেকে দূরে রয়েছেন পুতিন। তবে সোমবার কিরগিজিস্তানের রাষ্ট্রপতি আলমাজবেক আতামবায়েবের সাথে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে পূর্ব ইউক্রেনের সহিংসতার জন্য ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব রাশিয়াকে দায়ী করে আসছে। তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে এসেছে।

বিশ্ব সম্প্রদায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ মার্চ এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য ভোট দেয়। এর ফলে পশ্চিমাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ক্রিমিয়ার প্রধানমন্ত্রী আকসিয়ানোভ বলেন, ক্রিমিয়া রাশিয়ার সাথে যাবে নাকি ইউক্রেনেই থাকবে তার সিদ্ধান্ত নেয়ার অধিকার জনগণেরই। জনগণ যেদিকে রায় দিবে ক্রিমিয়া তার সাথেই যুক্ত হবে এটাই স্বাভাবিক। ১৮ মার্চের ওই নির্বাচনে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষেই ভোট দিয়েছিল।

(ওএস/এটিআর/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test