E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানের গণধর্ষণে সিবিআই তদন্তে মমতার নির্দেশ

২০১৫ মার্চ ১৮ ১৬:৫৭:৫১
নানের গণধর্ষণে সিবিআই তদন্তে মমতার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে মিশনারি নান গণধর্ষণ মামালায় সিবিআই তদন্তের সুপারিশ করলো পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এ সিদ্ধান্তের কথা এক টুইটার বার্তায় জানান। টুইট বার্তায় জানান, ঘটনার গুরুত্ব বুঝে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন।

সূত্রের খবর, তদন্তকারী গোয়েন্দারা মনে করছেন সীমান্ত এলাকা ব্যবহার করে অপরাধীরা পালিয়ে গিয়ে থাকতে পারে।

সিবিআই তদন্তের দাবিতে এর আগে রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘেরাও করে এলাকার বাসিন্দারা। মনে করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এ ঘটনার তদন্তে টিম গঠন করবে সিবিআই।

সিআইডি সূত্রে জানা যায়, তারা তাদের তদন্তের সমস্ত নথি সিবিআইর হাতে তুলে দেবে।

সিবিআইকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে বুধবার ঘটনার শিকার ওই বৃদ্ধা মিশনারির সঙ্গে দেখা করেছেন রোম থেকে আসা পোপের প্রতিনিধিরা। তারা গোটা ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এ বিষয়ে তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test