E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিউনিসিয়ায় জাদুঘরে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

২০১৫ মার্চ ১৮ ২০:২০:০১
তিউনিসিয়ায় জাদুঘরে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বারদো জাদুঘরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৭ বিদেশী পর্যটকসহ ৮ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বুধবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

এর আগে স্থানীয় একটি রেডিও জানায়, বন্দুকধারীরা ইউরোপিয় অঞ্চলের কিছুসংখ্যক পর্যটককে অপহরণ করেছে। একইসাথে দেশটির সংসদ ভবনেও হামলা চালিয়েছে।

এদিকে বারদো জাদুঘরের কাছেই তিউনিসিয়ার সংসদ ভবন অবস্থিত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা বাহিনী ২ বন্দুকধারীকে জাদুঘর থেকে আটক করেছে। তবে এখনও বন্দুকধারীরা অস্ত্রেরমুখে কিছুসংখ্যক পর্যটককে জিম্মি করে রেখেছে।

প্রসঙ্গত, জাদুঘরটি পুরাকীর্তি সংগ্রহের জন্য বিখ্যাত। একইসাথে দেশটির প্রধান পর্যটন কেন্দ্র।

(ওএস/এটিআর/মার্চ ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test